পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। আজ ২৩ মে মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে কোম্পানিটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পাটির ২০১৬ সালের লাভ-ক্ষতির হিসাবও অনুমোদন দেওয়া হয়।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ মে ২০১৭