ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আগারগাঁও শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৯ মে ২০১৯, বুধবার শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ধানমন্ডিস্থ মসজিদ উত-তাক্বওয়ার খতীব হাফেজ মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা জামান আরা বেগম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, ঢাকার চেয়ারম্যান একেএম রেজাউল হক এবং ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমেদ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মাহমুদা সুলতানা। শাখার নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।