ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৫০০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ৮ জুলাই ২০১৯, সোমবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা পৌরমেয়র সাইফুর রহমান, আলফাডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল করিম, র্ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাঈল ও স্থানীয় ব্যবসায়ী মোঃ আকরামুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোয়ালমারী শাখাপ্রধান মোঃ তাওহিদুর রহমান। আরো বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ও বরকতী এন্টারপ্রাইজ-এর স্বত্ত¡াধিকারী মোঃ ইমরান হোসেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।