ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রাইভেট লিমিটেড এর মধ্যে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস সার্ভিসেস সংক্রান্ত এক চুক্তি ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী এবং ডিএইচএল এর কান্ট্রি ম্যানেজার মো. মিয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে. কিউ. এম. হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, ডিএইচএল এর সেল্স ম্যানেজার মো. নাইম চৌধুরী ও শেখ শহীদুজ্জামান এবং অ্যাকাউন্ট ম্যানেজার আল ফাত্তাহ মো. আজিমসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।