ইসলামী ব্যাংক ও ডিপিডিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর মধ্যে পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল আদায় সংক্রান্ত চুক্তি ১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে স্বাক্ষরিত হয়েছে। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও ডিপিডিসির নির্বাহী পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোস্তফা। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া এবং ডিপিডিসির কোম্পানি সচিব মোঃ আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে ডিপিডিসি’র গ্রাহকগণ অনলাইনে ইসলামী ব্যাংকের যে কোন শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ব্যাংকিং বুথের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।