ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা ২৪ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল এর চেয়ারম্যান প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি’র সভাপতিত্বে সভায় ইসলামী ব্যাংক ও আইবিসিএমএল এর পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও মোঃ জাকির হোসেন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএল এর পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের সিএফও ও আইবিসিএমএল এর পরিচালক মোঃ আশরাফুল হক, এফসিএ, আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ এবং আইবিসিএমএল এর কোম্পানী সচিব আবু সাঈদ মোঃ নাহিদ, এসিএস উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক ও নীতিনির্ধারণী বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।