ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের নতুন এজেন্টদের ওরিয়েন্টেশন কোর্স সম্প্রতি ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া। একাডেমির ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। ব্যাংকের নির্বাচিত এজেন্টগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।