ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মতলব শাখার আয়োজনে ৪ জানুয়ারি ২০১৯ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ।
ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মতলব শাখাপ্রধান মো. দেলোয়ার হোসেন ও ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামী ব্যাংক প্রতিবছরই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।