ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ময়মনসিংহ জোন ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ‘প্রীতিমিলনী ও বনভোজন’ ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার জামালপুরের একটি স্থানীয় পার্কে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন, এমপি। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান উপস্থিত ছিলেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে জোনের অন্তর্গত ২০টি শাখার নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ দিনব্যাপী এই প্রীতিমিলনীতে অংশগ্রহণ করেন।