সব বির্তকের অবসান ঘটিয়ে ইসলামের দাওয়াত নিচ্ছেন ঢালিউডের কিং শাকিব খান। একান্ত আলোচনায় এই অভিনেতাকে মুফতি উসামার সাথে কথা বলতে দেখা যায়। এসময় পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতির ধর্মীয় কথা মনযোগ দিয়ে শুনেন তিনি।
এ বিষয়ে শাকিব খানকে জিজ্ঞেস করা হলে তিনি কোন মন্ত্রব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিয়ে থাকেন। গত ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলসহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিল মুফতি উসামাকে। এবার সেই তালিকায় যোগ হলো শাকিব খানের নাম।
আজকের বাজার: আরজেড/ আরএম/২৬ ফেব্রুয়ারি ২০১৮