আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ দুইভাবে অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে।
আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে। (বাসস)