রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির শেষ দিন শনিবার চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত বিকাল ৫টা পর্যন্ত স্থগিত করেছে ইসি।
দেশের বিভিন্ন আসনে জমা দেয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শনিবার শেষ দিনের মতো নিচ্ছে নির্বাচন কমিশন।
আজ বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটি আবেদনসহ বাকি থাকা মোট ২৩৩টি আপিলের শুনানি নিয়ে নিষ্পত্তি করবে ইসি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ