নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে চাকরি পেলেন ৩৩৯ জন।
মঙ্গলবার ইসির উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ৩৩৯ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের ১২তম গ্রেড হতে ২০তম গ্রেড ভুক্ত শূন্যপদে ২০টি পদে ৩৩৯ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ১ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করতে হবে।
নির্বাচিতদের নিয়োগপত্র স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠানো হবে। নিয়োগপত্র না পেলে প্রবেশপত্রের কপিসহ ২৮ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে যোগাযোগ করার জন্যও প্রার্থীদের পরামর্শ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
বিস্তারিত জানতে ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ