ইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার (২৯ মে) দুপুর আড়ায়টায় নির্বাচন কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইসিতে আসবেন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাদের সঙ্গে বৈঠকে বসবেন।’

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বৈঠকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ সিলেট, বরিশাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড.আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

আরজেড/