ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

সোমবার (২৫ ‍জুন) দুপুর ১২টা পাঁচ মিনিটে এ বৈঠক শুরু করা হয়।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক বসেছে বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে দলটির পাঁচ নেতা এবং সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন।

আজকের বাজার/এমএইচ