ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (২৪ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলের সদস্যরা বৈঠকে বসেন।

প্রতিনিধিদলের বাকি দুই সদস্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৬ জুন অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তারা কমিশনারদের সঙ্গে কথা বলতে পারেন বলে তিনি জানান।

আজকের বাজার/ এমএইচ