নেতাকর্মীদের গ্রেফতার এবং দলীয় নেতাদের বাড়ি বাড়ি তল্লাশীর অভিযোগসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।
চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত আছেন।
অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্ব কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।
আজকের বাজার/ এমএইচ