প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। সোমবার, ২৭ জানুয়ারি বেলা ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম ও বিজন কান্তি।
বৈঠকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত আছেন।
আমির খসরু জানান, ‘কিছু সমস্যা আছে। বারবার বলার পরেও সমাধান হচ্ছে না। সেসব বিষয়ে আলোচনা করতে এসেছি।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজকের বাজার/এমএইচ