জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট।
মঙ্গলবার (৬ নভেম্বর) যুক্তফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
এর আগে চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আগামী ৯ নভেম্বরের মধ্যে দেখা করতে চায় যুক্তফ্রন্ট। চিঠি পাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় যুক্তফ্রন্ট নেতাদের দেখা করতে বলেন সিইসি।
বৈঠকে যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান।
উপস্থিত রয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান ও যুক্তফ্রন্ট নেতা মাজহারুল হক শাহ চৌধুরী।
আজকের বাজার/এমএইচ