নির্বাচন কমিশনের (ইসি) ৩৯তম বর্ধিত সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। সভা শেষে তফসিলের ভাষণ রেকর্ডিং চলছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই সভা শুরু হয়ে দুপুর পৌনে ১টার দিকে শেষ হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসির সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
বৈঠক শেষে সচিব ও কমিশনাররা যার যার কক্ষে চলে যান। আর সিইসি কে এম নুরুল হুদার কক্ষে রেকর্ড চলছে তফসিলের ভাষণ। সন্ধ্যা ৭টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।
সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এভরিথিং ইজ ওকে, জাস্ট ওয়েট (সব ঠিকঠাক আছে, অপেক্ষা করুন)।’
সিইসি তার ভাষণে একাদশ জাতীয় নির্বাচনের ভোটের দিন, মনোনয়নপত্র জমা, প্রত্যাহার, যাচাই-বাছাইসহ বিস্তারিত ঘোষণা করবেন।
৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
আজকের বাজার/এমএইচ