জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকে বসেছেন।
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠকে বসেন তারা।
বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ অংশ নিয়েছেন।
অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অন্য কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ ওই উপস্থিত রয়েছেন। তথ্য-ইউএনবি