একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
রোববার, ৯ ডিসেম্বর সকালে জাতীয় পার্টির নেতার পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট এএফ হাসান আরিফ।
বিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয়ার ওপর আপিল নিষ্পত্তির শুনানিতে রুহুল আমিন হাওলাদারের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
আজকের বাজার/এমএইচ