রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের জন্য আজ মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ বাসস’কে এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সার্চ কমিটির সদস্যদের নাম ঘোষণা করবে।
এই কমিটি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে কমিশনের সদস্যদের নাম সুপারিশ করবে। এই নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে। এতে ৫ জনের বেশি কমিশনার থাকবেন না, যারা আগামী ৫ বছর তাদের দায়িত্ব পালন করবেন। বর্তমান ইসি সদস্যদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে।
সুত্র: বাসস