গ্রুপ পর্ব থেকেই ভারতীয় দল ছিটকে গেলেও আয়োজক দেশ হিসেবে কিন্তু একটা নজির গড়ে ফেলেছে ভারত। দর্শক সংখ্যার দিক থেকে আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে এবারের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।
এ আয়োজন থেকে ভারতীয় ফুটবল কতটা লাভবান হয়েছে, সেটা বিচার করতে হয়তো আরও সময়ের প্রয়োজন। গত কয়েক দিনে বাঙালির শহর কলকাতায় বিশ্বকাপের হাই প্রোফাইল চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
যার ফলে কলকাতার ফুটবল ক্লাবগুলোর ওপর নজর পড়েছে ফিফা কর্মকর্তাদের। এরই ফলশ্রুতিতে চমকপ্রদ একটি সুযোগ এসে গেল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কিংফিশার ইস্টবেঙ্গলের সামনে।
শতবর্ষ ছুঁতে যাওয়া ইস্টবেঙ্গলকে নিয়ে ফিফার নিজস্ব টিভি চ্যানেল একটি তথ্যচিত্র করতে চলেছে। এ জন্য ২৯ অক্টোবর রবিবার দুপুরে ইংল্যান্ড-স্পেন ম্যাচ কভার করতে আসা ফিফার লোকজন যাওয়ার কথা লাল-হলুদ তাঁবুতে।
সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের বিবর্তনের ইতিহাস থেকে সমর্থকদের বক্তব্য, কর্তা থেকে অধিনায়ক অর্নব মণ্ডল-সহ কয়েকজন ফুটবলারের সাক্ষাৎকার, কোচ খালিদ জামিল এবং মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে পারে ফিফার চ্যানেল।
সূত্র : আনন্দবাজার
আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭