ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএ-এর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়।