পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি মো: শওকত আলী চৌধুরী। সম্প্রতি ব্যাংকটির পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
দেশের একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে পরিচিত মো: শওকত আলী চৌধুরী শীপ ব্রেকিং রিসাইক্লিং, চা উৎপাদন, তৈরী পোশাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সী বিজনেস ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কন্টেইনার টার্মিনাল ও হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বিমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তিনি ১৯৯৩ সালে ইবিএল পরিচালনা পর্ষদে যোগ দেন। কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির অনুমোধিত মূলধন ১২শ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৭৩৮ কোটি টাকা। এই মূলধনের মধ্যে ৩১ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।
বাকী মূলধনের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩ দশমিক ৪৭ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪ দশমিক ৪৬ শতাংশ।