তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে উদ্যোক্তা মেলার আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি। মঙ্গলবার ৫ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠানটির ধানমিন্ড ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ১৩টি স্টল অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সাদাকালো ব্র্যান্ডের চেয়ারপার্সন ও ডিজাইনার তাহসিনা শাহিন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, চেয়ারপার্সন অলি আহাদ ঠাকুর, রেজিস্ট্রার আবুল বাশার খান, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফ হোসাইন, সহকারী অধ্যাপক রাকিব আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্রময় উদ্ভাবনী শক্তি বিকশিত করতে সহায়তা করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরী করতে ভূমিকা রাখবে।
আজকরে বাজার:আরএম/এলকে ৫ ডিসেম্বর ২০১৭