ইস্টার্ন ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় চত্বরে ‘ব্যাটেল অব ট্রেডার্স’ নামে দুই দিনের এই প্রতিযোগিতা গত ১৭ ডিসেম্বর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১১টি স্টল অংশ নেয়। এসব স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন পণ্যও প্রদর্শন করেন।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষাথীদের উদ্দেশ্যে একজন প্রকৃত উদ্যোক্তা হয়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ডেকোরেশনে ড্যাপল অ, কাস্টমার সার্ভিসে পিঠালয় ও ইউনিক প্রোডাক্ট অর সার্ভিসের জন্য রেড লাইন নামে তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।