ইস্টার্ন ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে আজ মঙ্গলবার। এদিন সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটির ভর্তি কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজ্জম ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরউপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেলা চলবেআগামী ১৭ মে পর্যন্ত। মেলাচলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ ছাড়ে ভর্তি ওয়া যাবে।
মেলা উপলক্ষে সামার-২০১৮ সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি তে ১০% ছাড় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০%-১০০% টিউশন ফি ছাড়ের সুযোগ আছে। রয়েছে স্থায়ী ক্যাম্পাসে ভর্তির জন্য ২৫% বিশেষ বৃত্তির ব্যবস্থা। আরও আছে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহার।
ভর্তি মেলাতে আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার কাউন্সিলরদের থেকে ক্যারিয়ার সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা পাবেন।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের এই (:www.easternuni.edu.bd) ওয়েবসইটে।
রাসেল/