ইস্টার্ন কেবলসের ক্যাটাগরি পরিবর্তন

‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে বিলম্ব করায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামীকাল থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

আইন অনুযায়ী, রেকর্ড ডেটের ৪৫ দিনের মধ্যে এজিএম সম্পন্ন করতে হবে। নিদৃষ্ট সময়ে এজিএম সম্পন্ন করার জন্য কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, রেকর্ড ডেটের ৪৫ দিনের মধ্যে কোম্পানিটি এজিএম করার জন্য বিএসইসি থেকে অনুমতি চায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে কোম্পানি দুইটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

আরএম/