ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তৌহিদুল ইসলাম নুরুন্নবী খুনের ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদেরআসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ মে) রাতে নিহতের বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ৮।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ্র চন্দ্র সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
এর আগে সোমবার সকালে ক্যান্টনমেন্ট এলাকায় পোস্ট অফিসের পাশের ইবিএল বুথে নুরুন্নবীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটিএম বুথ থেকে কোনো টাকা চুরি না হওয়ায় পুলিশের ধারণা, এটা টার্গেট কিলিং।
রাসেল/