দেশের প্রিমিয়ার টিকেট প্ল্যাটফর্ম বিডিটিকেটস থেকে টিকেট কিনে বিশেষ ক্যাশব্যাক উপভোগ করছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সকল ভিসা ও মাস্টারকার্ডধারী গ্রাহকেরা। আকর্ষণীয় এই ক্যাশব্যাক ক্যাম্পেইনটি চালু করতে স¤প্রতি একটি চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
বিডিটিকেটস অ্যাপ বা ওয়েবসাইট থেকে বাস ও লঞ্চের টিকিট কেনার ক্ষেত্রে ইবিএলের ভিসা এবং মাস্টারকার্ডধারী গ্রাহকরা এখন প্রতি লেনদেনে ১০% ক্যাশব্যাক (১০০ টাকা পর্যন্ত) উপভোগ করতে পারবেন। অন্যদিকে বিমানের টিকেট কেনার ক্ষেত্রে রয়েছে ১২% (ভিত্তিমূল্যের থেকে ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার।
ক্যাম্পেইন শেষে কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের অর্থ প্রদান করা হবে। এই অফারটি ৩০ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত প্রযোজ্য।
বিডিটিকেটস ৪০টি বাস কোম্পানির টিকেটসহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী সকল বিমানের টিকেট এবং ঢাকা-বরিশাল-বরগুনা এবং টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চের টিকিট সরবরাহ করে থাকে।