ইস্তাম্বুলে এক আবাসিক এলাকায় জরুরি অবতরণের চেষ্টাকালে একটি সামরিক বিমান বিধ্বস্তে চার সেনা নিহত হয়েছেন বলে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার একটি হাউজিং কমপ্লেক্সে ইউএইচ-১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে আবাসিক এলাকার কেউ এতে হতাহত হননি বলে সাংবাদিকদের জানিয়েছেন ইস্তাম্বুলের চেকমেকোই জেলার গভর্নর আলি ইয়ারলিকায়া।
গত তিন মাসের মধ্যে এ নিয়ে ইস্তাম্বুলের আবাসিক এলাকায় দু’বার ইউএইচ-১ হেলিকপ্টার বিধ্বস্ত হলো।
এর আগে গত নভেম্বরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ সেনা নিহত হন।
সোমবারের দুর্ঘটনায় আহত সেনা সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইয়ারলিকায়া পরে সাংবাদিকদের জানান, আহতদের কেউ বেঁচে নেই।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র - ইউএনবি