ইয়াকিন পলিমারের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকেৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে । এ কারণে এ কোম্পানির শেয়ার কেনার জন্য আপাতত কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে ইয়াকিন পলিমার । এর ফলে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “বি” ক্যাটাগরির অধীনে আগামী রোববার ২৪ ডিসেম্বর  থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত আদেশ  অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য প্রথম ৩০ দিন মার্জিন ঋণ প্রদান করা যাবে না।

আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭