ইয়ানমার কম্বাইন হারভেস্টার এর মাঠ প্রদর্শনী

ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার এর মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয় মানিকগঞ্জ সদর এর পাট গবেষণা ইন্সটিটিউটে। এসিআই মটরস এর উদ্যোগে ০১ ডিসেম্বর ২০২০ইং তারিখে এই মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মোঃ বেনজীর আলম, প্রকল্প পরিচালক, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, খামারবাড়ি, মোঃ শাহজাহান আলী বিশ্বাস, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ সদর, সুব্রত রঞ্জন দাস, নির্বাহী পরিচালক এসিআই মটরস্ লি: এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহ পাট গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাপানী প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ ঘণ্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তা বন্দী করা যায়। তেল লাগে মাত্র ৮-১০ লিটার ডিজেল। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী। শুয়ে পড়া ধান সহজেই কাটা যায় এই হারভেস্টার এর সাহায্যে। এই হারভেস্টার এ ৬টি সেন্সর আছে যা হারভেস্টার এর অনাকাঙ্ক্ষিত ব্রেকডাউন এর হাত থেকে রক্ষা করে। প্রচলিত পদ্ধতিতে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে প্রায় ১৭-২০ জন শ্রমিক লাগে এবং সময় লাগে ১ দিন। যেখানে ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে লোক লাগে মাত্র ২ জন এবং সময় লাগে ১ ঘণ্টা। খরচ হয় মাত্র ২০০০-২২০০ টাকা। এসিআই মটরস্ সারা দেশব্যাপী তার দক্ষ নেটওয়ার্ক ও লোকবল এর মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে। অত্যাধুনিক প্রযুক্তির এই কম্বাইন হারভেস্টার ব্যবহার এর ফলে একদিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।