জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মচারীকে ১৩ পিস ইয়াবাসহ আটকের কথা জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
আটক আল-আমিন সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি, জবি-এর প্রচার সম্পাদক।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক খালিদ জানান, রবিবার বিকালে সদরঘাটের ওয়াইজঘাট মোড় থেকে ১৩ পিস ইয়াবাসহ আল-আমিনকে আটক করা হয়। এব্যাপারে কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সাথে ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তথ্য- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার