বরিশালে গোয়েন্দা (ডিবি) পুলিশের অবিযানে ইয়াবা ও দুই সহযোগীসহ এক পুলিশ কনস্টবল আটক হয়েছে ।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকালে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।
আটকরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার হলতা গ্রামের শাহজাহান সিরাজের ছেলে ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কনস্টেবল সাইফুল ইসলাম (২১), একই উপজেলার মহেষপুর এলাকার শাহজাহান মুন্সীর ছেলে জাহিদুল ইসলাম (২৮) এবং রামনগর এলাকার রুস্তুম আলী তালুকদারের ছেলে কামরুল ইসলাম (৩২)।
বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ তিনজনকে আটক করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এরমধ্যে একটি মামলায় গ্রেফতারকৃত তিনজনকে এবং অপর একটি মামলায় শুধু জাহিদুলকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানে নেতৃত্বদানকারী ও মামলার বাদী ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন পরিবর্তন ডটকমকে জানান, বৃহস্পতিবার থেকে ডিবি পুলিশের নিয়মিত অভিযান চলছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি বলেন, এসময় জাহিদুলের দেওয়া তথ্যে ওজোপাডিকোর রেস্ট হাউজের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে কামরুল ইসলাম ও পুলিশ কনস্টবল সাইফুল ইসলামকে আরো চারশ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আজকের বাজার: আরআর/ ২৩ সেপ্টেম্বর ২০১৭