ইয়াবাসহ স্বাস্থ্যকর্মী গ্রেফতার

ঝালকাঠিতে ইয়াবা বিক্রি করার সময় প্রিন্স মল্লিক (৩০) নামের এক স্বাস্থ্যকর্মীকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩জুন) শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রিন্স বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামের আ. মান্নান মল্লিকের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এএসআই মিঠুন ও তাহের  তাদের সঙ্গিয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতাকে গ্রেফতারে বিভিন্ন কৌসুল অবলম্বন করেন। রোববার প্রিন্স মাদক পৌঁছে দিতে আসলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, স্বাস্থ্যকর্মী প্রিন্স সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী হিসেবে কর্মরত। সে উপজেলা থেকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সহকারীদের পৌঁছে দিতো।

আজকের বাজার/এসএম