চট্টগ্রামে ইয়াবা পাচারকালে সোমবার রাতে রিজেন্ট এয়ারলাইন্সের সাবেক বিমানবালা স্মৃতি আক্তার (২৪) এবং তার প্রেমিক মো. জুবাইর উদ্দিনকে (৩২) আটক করেছে র্যাব।
স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মো. আল আমিন সরকারের মেয়ে স্মৃতি আক্তার (২৪) এবং তার প্রেমিক জুবাইর কক্সবাজার সদরের মো. মনির আহমদের পুত্র।
র্যাব জানায়, রাতে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এসপি মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি টিম কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ ফেনী ট্রেডার্স নামে একটি দোকানের সামনে অভিযান চালিয়ে দুই নারী-পুরুষকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
আজকের বাজার/এমএইচ