প্রতিবেশী মিয়ানমার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ভয়াবহ মাদক ইয়াবার পাচার বন্ধ করা যাচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন,‘মিয়ানমার বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বিষয়টি দেখবে এবং ইয়াবা পাচার বন্ধে পদক্ষেপ নেবে, তবে তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, যুবকরা যাতে ইয়াবার ভয়াল থাবা থেকে রক্ষা পায় সে জন্য সরকার কাজ করছে।‘আমরা তিনভাবে কাজ করছি- চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন কেন্দ্র স্থাপন করছি,’ বলেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান