ইয়াবা বিক্রির অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ মে)বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কার উপ- মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।
কারা কর্মকর্তা বলেন, মাস খানেক আগে কারা ফটকে দেলোয়ার নামে এক কারারক্ষীর কাছ থেকে ৫৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই ইয়াবা বন্দিদের দিতে যাচ্ছিলেন দেলোয়ার।ওই ঘটনায় দেলোয়ারকে সাময়িক বরখাস্ত করে একটি বিভাগীয় মামলা করা হয়।
তৌহিদুলবলেন, আলামত হিসাবে ইয়াবাগুলো ডেপুটি জেলার মোমিনুল ইসলামের কাছে ছিল।বিভাগীয় মামলা নিষ্পত্তি হওয়ার পর এগুলো ধ্বংস করে ফেলার কথা।
গত বুধবার মোমিনুল এই ইয়াবাগুলো কারাগারের বাইরে এনে এক ব্যক্তির কাছে বিক্রির চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরা হয়।
এঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিক্তিতে কারা মহাপরিদর্শ ব্রিগেডিয়ার
জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে সাময়িক বরখাস্ত করেন।এবং মমিনুলের বিরুদ্দে বিভাগীয় মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন কারা উপ- মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।
আরজেড/