এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৫৫ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।
এসিআই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে এবং কর্তৃপক্ষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন ও নতুন নতুন আইডিয়া শেয়ার করছে এবং গ্রাহকদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে নিত্যনতুন বিভিন্ন অফার ও সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এসিআই মটরস্ উদ্বোধন করলো “মোটরসাইকেল রাইডিং ট্রেনিং” সিজন-০৩ শীর্ষক এক কর্মশালা।
তৃতীয়বারের মতো আয়োজিত এই কর্মশালা মাসের প্রতি শুক্র ও শনিবার, তেজগাঁও-এ অবস্থিত বিজি প্রেস স্পোর্টস্ অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এখানে মোটরসাইকেল চালনায় আগ্রহীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালায় পুরুষ ও নারী উভয়ই অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। নারীদের জন্য রয়েছে আলাদা নারী প্রশিক্ষক। এই প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামাহা রাইডিং একাডেমি, জাপানের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকবৃন্দ।
১৯ অক্টোবর ২০১৯ এই কর্মশালার উদ্বোধন করেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।