ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দাপ্রদেশে একটি বরযাত্রী বহরের ওপর সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আদ-দাহের অঞ্চলের কাফেরা এলাকার একটি রাস্তা ধরে বরযাত্রী বহর এগিয়ে যাচ্ছিল। এ সময় ওই বহরের ওপর বিমান হামলা চালায় সৌদি আরব। খবর পার্স টুডে।
খবরে বলা হয়, হামলায় ১১ ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের কয়েকজনের আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে সৌদি বিমানের আলাদা হামলায় ইয়েমেনের এক নারী নিহত হয়েছেন। সৌদি বিমান হামলায় ওই এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া হাজ্জাহপ্রদেশের একটি এলাকায় ড্রোন হামলায় অন্তত তিন কৃষক নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ