ইয়েমেনের হামলায় ৯ সৌদি সেনা নিহত

ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনীর পাল্টা হামলায় অন্তত ৯ সৌদি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৯ মার্চ বিকেলে সৌদি আরবের জিযানের আল-খুবে জেলায় আটজন ও নাজরানের আল-শোরফা ঘাঁটিতে এক সৌদি সেনা প্রাণ হারিয়েছে বলে ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে। ইয়েমেনের স্নাইপারদের গুলিতে তারা নিহত হয়েছেন। খবর পার্সটুডের।

এছাড়া ইয়েমেনের সশস্ত্র বাহিনী নাজরানে আরামকো তেল কোম্পানির একটি স্থাপনায় বাদর-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

গতকাল সৌদি বিমান হামলায় ইয়েমেনের সা’দা প্রদেশে অন্তত আট বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালানোর ঘটনা ঘটলো। সা’দায় নিহতদের মধ্যে চারজনই মহিলা।

ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০১৫ সালের মার্চে সৌদি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ মানুষ হতাহত হয়েছেন। জাতিসংঘ বলেছে, ইয়েমেনে দুই কোটি ২২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য প্রয়োজন।