ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া লোহিত সাগরে জিজানে সৌদি আরমকো সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। হুথী সামরিক মুখপাত্র বুধবার এই গ্রুপের আল মাসিরাহ টিভিতে প্রকাশিত মন্তব্যে একথা বলেছেন।
তবে আরামকো এই প্রতিবেদনে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
সামরিক মুখপাত্র আরও বলেছিলেন যে এই গ্রুপটি আভা ও জিজান বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং সৌদি আরবের অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুকে “বিপুল সংখ্যক রকেট এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।”
আজকের বাজার/লুৎফর রহমান