ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনে শুক্রবার সংঘর্ষে কমপক্ষে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও দেশটির দক্ষিণাঞ্চলের স্বাধীনতা চাওয়া বিদ্রোহীদের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পর সেখানে এ সংঘর্ষের ঘটনা ঘটলো। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
বুধবার উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা প্রশমিত না হয়ে অব্যাহত থাকে।
নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর একটি বাড়িতে মর্টারের গোলা আঘাত হানায় ছয়জন নিহত হয়। এদের চারজন একই পরিবারের সদস্য।
সূত্র জানায়, এ যুদ্ধে অপর ১২ জন আহত হয়।
উইদাউট বর্ডাস চিকিৎসকরা (এমএসএফ) শুক্রবার টুইটার বার্তায় জানান, তারা বৃহস্পতিবার রাত থেকে দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত একটি হাসপাতালে ৭৫ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এমন সাতজন রয়েছে যাদের অবস্থা আশংকাজনক।
এমএসএফ জানায়, ‘আমাদের কাছে ভর্তি রোগিদের অধিকাংশ বেসামরিক নাগরিক। সংঘর্ষ চলাকালে তাদের বাড়িতে গোলার আঘাতে তারা আহত হয়।’
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এডেনের অবস্থান। নগরীটির বেশির ভাগ এলাকা সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।