ইয়েমেনে জঙ্গি হামলায় নিহত ১৪

ছবি : ইন্টারনেট
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদরদপ্তরে জঙ্গি হামলায় ১৪ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ৪০ জন।

নিরাপত্তা ও হাসাপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দুই জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সদরদপ্তরের প্রবেশপথে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এ সময় ছয় বন্দুকধারীও সেখানে হামলা চালায়।

ঘটনার পর পরই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। আহত লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এডেনের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই শুরুর পর এই প্রথম দক্ষিণ ইয়েমেনে এ ধরনের হামলার ঘটনা ঘটল।

আরএম/