আরব জোটের বিমান হামলায় ইয়েমেনের হাজ্জাহপ্রদেশের হার্দফ্রন্টে কয়েক ডজন হুতি যোদ্ধার সঙ্গে কমান্ডার আবদেল রাজাক আবদুল্লাহ আলি আল নামি ওরফে আবু আহমাদ নিহত হয়েছেন।
আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে পরাজয়ের কথা গোপন রাখার কৌশল অবলম্বন করেছেন হুতিরা। সম্প্রতি সরাসরি যুদ্ধে কয়েকশ হুতি কমান্ডার নিহত হয়েছেন।
হার্দফ্রন্টে হুতি যোদ্ধাদের নেতৃত্বে থাকা এই কমান্ডার প্রায় মাস খানেক আগেই তিনি নিহত হয়েছেন। । যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে হুতিরা এতদিন এ তথ্য গোপন রেখেছিলেন। প্রায় ১০ দিন আগে আবু আহমাদের ভাই রাদওয়ানও নিহত হন।
রাসেল/