ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার এক কর্মকর্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মিডিয়া একথা জানিয়েছে।
রোববার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে তহুরান জেলায় একটি বাড়িতে বিমান হামলায় এক পুরুষ, চার নারী ও দুই শিশু নিহত হয়।
বিদ্রোহী গোষ্ঠীর পরিচালিত বার্তা সংস্থা সাবা এ হামলায় ১১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বাড়িটি হামলার লক্ষ্য ছিল না।
উল্লেখ্য, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিশাল এলাকা দখল করে নেয়ায় ২০১৪ সালে ইয়েমেনের দীর্ঘ এ সংঘাত ছড়িয়ে পড়ে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ