ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে তদন্তের দাবি জাতিসংঘের

ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের ওপর সৌদি বিমান হামলার জরুরি তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল হোসেইন।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান। এ নিয়ে তৃতীয় দফা তদন্তের দাবি জানালেন তিনি।

ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে গত বছর জবাবদিহিতার যে নুন্যতম তৎপরতা চালানো হয়েছে তাকে দেশটিতে দৈনিক চলমান সহিংসতার প্রেক্ষাপটে খুবই অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেন তিনি।

এর আগে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে পাঁচ হাজারের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘ।

সূত্র : পার্স টুডে

আজকের বাজার : এমএম / ১২ সেপ্টেম্বর ২০১৭